যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে?
পৃথীবিতে অনেক মানুষ আছে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নি। যাদের কাছে কোন নবী রাসুল আসেনি। এই কারণে তারা সত্য ধর্ম সম্পর্কে জানতে পারেনি। এমত অবস্থায় কিয়ামতের মাঠে তাদের কি কোন শাস্তি দেওয়া হবে?
1 Answers
যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে?
অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে, যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে এবং তাদের ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদের শেষ পরিণতি কী হবে? জান্নাত; না জাহান্নাম? যেমন যারা বনে জঙ্গলে বা দক্ষিণ গোলার্ধে বসবাস করে, তারা কোন নবীর দেখা পায়নি, কেউ তাদেরকে আল্লাহ সম্পর্কে অথবা ইসলাম সম্পর্কে অবহিত করেনি।- এই শ্রেণির মানুষ সম্পর্কে সবচেয়ে সুন্দর অভিমত হচ্ছে- কেয়ামতের দিন তাদেরকে পরীক্ষা করা হবে। যে ব্যক্তি নির্দেশ মান্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি অমান্য করবে সে জাহান্নামে প্রবেশ করবে। দলিল হচ্ছে- আল্লাহ তাআলার বানী: 'আমরা রাসূল প্রেরণ ব্যতিরেকে কাউকে শাস্তি দিই না'। (সূরা বনী ইসরাইল; ১৭ঃ১৫)
- ফতোয়ার সূত্রঃ শাইখ বিন বায (রহঃ) এর ফতোয়া সংকলন, খণ্ড-১, পৃষ্ঠা-৪৫৬। (যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদের হুকুম - ইসলাম জিজ্ঞাসা ও জবাব (islamqa.info))
Please login or Register to submit your answer