বিভিন্ন গবেষণা বলছে মানুষ আর কখনোই বৃদ্ধ হবেনা। কিন্তু হাদিসে এসেছে আল্লাহ বার্ধক্য ব্যতীত অন্য কোন রোগের ওষধ বানান নি। বিষয় দুটো কি সাংঘর্ষিক?
- আমরা জানতে পেরেছি গতবছর বিভিন্ন গবেষণায় ইদুরের বয়স রিভার্স করার কাজে সফলতা লাভ করা গেছে, হাভার্ডের জেনেটিসিস্ট্ রা বার্ধ্যক্যকে ২০৩০ সাল নাগাদ গুটিবসন্তের মতন এরাডিকেট করে ফেলবেন। এতে পৃথিবীতে কেউ আর কখনও বৃদ্ধ হবে না। অপরদিকে সহীহ হাদিসে আমরা জানতে পারি, আল্লাহ বার্ধক্য ব্যতীত অন্য কোন রোগের ঔষধ বানান নি। বিষয় দুইটা সাংঘর্ষিক। প্লিজ যদি একটু ব্যাখ্যা করেন: (অযুহাত না দিলে খুশি হই: \"এখনো তো মানুষের বার্ধক্য রিভার্স করে ফেলে নাই,এটা অচিরেই করবে\"