পর্দার বিধান ফরজ হওয়ার হুকুম কোরআনের কোথায় আছে ?

Questions & AnswerCategory: ইসলামপর্দার বিধান ফরজ হওয়ার হুকুম কোরআনের কোথায় আছে ?
Nadia asked 1 year ago
ইসলাম ধর্মে নারী পুরুষ উভয়ের পর্দা করার হুকুম রয়েছে। পবিত্র কুরআন বা হাদিসের কোন আয়াত/হাদিসে পর্দার হুকুম ফরজ হয়েছে?
1 Answers
Sazzatul Mowla Shanto Staff answered 1 year ago
সূরা আন নূরের ৩১ নং আয়াতে পর্দার বিধান ফরজ হওয়ার হুকুম রয়েছে।  আর ঈমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে, আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে যা এমনিতেই প্রকাশিত হয় তা ব্যতীত। তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাই-এর ছেলে, বোনের ছেলে, নিজেদের মহিলাগণ, স্বীয় মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনামুক্ত পুরুষ আর নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্যের কাছে নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন শোভা সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মু’মিনগণ! তোমরা আল্লাহর নিকট তাওবাহ কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা আন-নূর; ২৪ঃ৩১) 
Back to top button