দর্শন কাকে বলে?
1 Answers
- ইংরেজি Philosophy (ফিলোসোফি) এবং Philosopher শব্দ দুটির বাংলা প্রতিশব্দ হলো দর্শন ও দার্শনিক। ‘Philosophy’ শব্দটি গ্রীক শব্দ ‘Philos’ এবং ‘Sophia’ থেকে উদ্ভূত হয়েছে। ‘Philos’ শব্দের মানে অনুরাগ। ‘Sophia’ শব্দের মানে জ্ঞান। সুতরাং,’Philosophy’ শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। এদিক থেকে দর্শন মানে প্রজ্ঞাপ্রীতি বা জ্ঞানের প্রতি অনুরাগকে। সুতরাং,দর্শনের অর্থ চাক্ষুষ প্রত্যক্ষণ বা দেখা নয়। বরং দর্শন মানে সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা এবং তার স্বরুপ উপলব্ধি করা।
- মানুষের সহজাত প্রবৃত্ত হলো অজানাকে জানার ইচ্ছে করা। তাই মানুষ জানতে চাই কেন সে জন্ম নিলো,জীবনের উদ্দেশ্যে কী, ইত্যাদি বিষয়। এসব প্রশ্নের উত্তর জানতে মানুষ নিবিষ্ট চিত্তে চিন্তা করে এবং এই চিন্তাই দর্শনের মূল। দর্শন হলো জ্ঞানের এমন একটি শাখা যেখানে মৌলিক প্রশ্ন বা সমস্যাগুলোকে যুক্তি দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়। দর্শনের কাজ হলো মানুষের মনের মৌলিক প্রশ্নাবলির উত্তর খুঁজে বের করা তথা জীবন ও জগতের মৌলিক সমস্যাবলির সমাধানের প্রচেষ্টা চালানো।
Please login or Register to submit your answer