কুরআন কি পৃথিবীকে সমতল বলে?
2 Answers
না কুরআন পৃথিবীকে সমতল বলেনা।
এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন: https://www.insightzonebd.com/কুরআন-কি-পৃথিবীকে-সমতল-বল/
কুরআন কখনোই পৃথিবীর আকৃতিকে সমতল বলেনি। তবে পৃথিবীকে আমাদের জন্য বিছানা স্বরূপ বা বসবাসের উপযোগী করেছেন। এই অর্থে বিভিন্ন জায়গায় বলা হয়েছে পৃথিবী সমতল। কাজেই সমতল বলতে পৃথিবীর আকৃতিকে বুজানো হয়নি, বরং, জমিনকে বুঝানো হয়েছে যা আমাদের জন্য সমলত করে দেওয়া হয়েছে। আপনি এই বিষয়ে নিন্মোক্ত লিখাটি পড়ুন।
Please login or Register to submit your answer