কিভাবে একটি ডিডাক্টিভ আর্গুমেন্টকে খন্ডন করা হয়?

Questions & AnswerCategory: দর্শনকিভাবে একটি ডিডাক্টিভ আর্গুমেন্টকে খন্ডন করা হয়?
নাহিদ হোসেন asked 5 months ago

কিভাবে একটি ডিডাক্টিভ আর্গুমেন্টকে খন্ডন করার হয়? 

1 Answers
Sazzatul Mowla Shanto Staff answered 5 months ago
একটি ডিডাক্টিভ আর্গুমেন্ট কে আমরা অনেক ভাবেই খন্ডন করতে পারি। যেমন,
  • প্রেমিসের যদি ত্রুটিপূর্ণ বা ভুল কিছু থাকে তাহলে আর্গুমেন্ট ভুল প্রমাণিত হবে। আপনি যদি দেখাতে পারেন যে প্রেমিস ভুল, মিথ্যা, কুযুক্তিপূর্ণ তাহলে যুক্তিটি ভুল প্রমাণিত হবে।
  • সাধারণত ডিডাক্টিভ আর্গুমেন্টের ক্ষেত্রে প্রেমিস সত্য হলে অনিবার্যভাবে সিদ্ধান্ত সত্য হয়। তবে কোনো যুক্তির ক্ষেত্রে আর্গুমেন্টের স্ট্রাকচার সঠিক থাকলেও (প্রেমিস সত্য হলেও) আর্গুমেন্ট ভুল প্রমাণিত হবে যদি যুক্তির গঠন সঠিক না হয়।
  • আর্গুমেন্টের প্রেমিসের বিপক্ষে যদি আপনি একটি নির্দিষ্ট উদাহরণ খুঁজে পেতে পারেন যা উপসংহারের বিরোধিতা করে, তাহলে এটি সম্পূর্ণ যুক্তিকে দুর্বল করে দেয়।
Back to top button