আল্লাহর গুণবাচক নাম আল আউয়াল শব্দের অর্থ কি?

Questions & AnswerCategory: ইসলামআল্লাহর গুণবাচক নাম আল আউয়াল শব্দের অর্থ কি?
Salman asked 2 weeks ago
আল্লাহর গুণবাচক নাম আল আউয়াল শব্দের অর্থ কি?
1 Answers
Sazzatul Mowla Shanto Staff answered 2 weeks ago
  • আল আউয়াল নামের অর্থ অনাদি, প্রথম।
  • আল আউয়াল শব্দের ব্যাখ্যায় রাসুল (সাঃ) বলেন, "আপনিই প্রথম, আপনার আগে আর কিছু নেই; আপনিই শেষ, আপনার পরে আর কিছুই নেই। আপনিই প্রকাশ্য, আপনার চেয়ে প্রকাশ্য আর কিছুই নেই। আর আপনিই অপ্রকাশ্য, আপনার চাইতে গোপন আর কিছুই নেই।" (সহীহ মুসলিম, হাদীস নং ২৭১৩ )
  • রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদীসে আল্লাহর নামগুলোকে তার অর্থানুযায়ী ব্যাখ্যা করেছেন এবং এসব নামের বিপরীত অর্থকে প্রত্যাখান করেছেন। (আল-হাক্কুল ওয়াদিহ আল-মুবীন, পৃ. ২৫ )
  • গনণাকারীগণ যত সময়-ই গণনা করুন, পূর্ববর্তী যত সময়-ই নির্ধারণ করুক, আল্লাহ সে সময়ের আগেই বিদ্যমান এবং পরবর্তী সময়ে যতই সময় আসুক, যতই দিন চলতে থাকুক আল্লাহ সে সময়ের পরেও বিদ্যমান। এ কারণেই ওয়াজিবুল ওয়াজুদ তথা সদা বিদ্যমান গুণটি একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। কেননা সদা বিদ্যমান গুণটি একমাত্র সে সত্ত্বার জন্য প্রযোজ্য যা পূর্ণাঙ্গ অস্তিত্বমান, সদা বিদ্যমান। অত:এব, তাঁর অস্তিত্বের সর্বদা বিরাজমানে কেউ অংশিদার নেই। তিনি সব সময়ই তাঁর পরিপূর্ণ গুণাবলী সহকারে বিদ্যমান। তিনিই সময় সৃষ্টি করেছেন। সব কিছুর অস্তিত্ব ও বিলিন হওয়া আল্লাহর উপরই নির্ভরশীল। (তাওদীহুল কাফিয়া আশ-শাফিয়া, পৃ. ১১৬ ও ১১৭ )
  • মূল লিখার লিংকঃ https://www.hadithbd.com/99namesofallah/detail/?nid=73
Back to top button