যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে?

Questions & AnswerCategory: ইসলামযাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে?
Nadia asked 1 year ago
পৃথীবিতে অনেক মানুষ আছে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নি। যাদের কাছে কোন নবী রাসুল আসেনি। এই কারণে তারা সত্য ধর্ম সম্পর্কে জানতে পারেনি। এমত অবস্থায় কিয়ামতের মাঠে তাদের কি কোন শাস্তি দেওয়া হবে?
1 Answers
Sazzatul Mowla Shanto Staff answered 1 year ago

যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে?

অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে, যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে এবং তাদের ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদের শেষ পরিণতি কী হবে? জান্নাত; না জাহান্নাম? যেমন যারা বনে জঙ্গলে বা দক্ষিণ গোলার্ধে বসবাস করে, তারা কোন নবীর দেখা পায়নি, কেউ তাদেরকে আল্লাহ সম্পর্কে অথবা ইসলাম সম্পর্কে অবহিত করেনি।
  • এই শ্রেণির মানুষ সম্পর্কে সবচেয়ে সুন্দর অভিমত হচ্ছে- কেয়ামতের দিন তাদেরকে পরীক্ষা করা হবে। যে ব্যক্তি নির্দেশ মান্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি অমান্য করবে সে জাহান্নামে প্রবেশ করবে। দলিল হচ্ছে- আল্লাহ তাআলার বানী: 'আমরা রাসূল প্রেরণ ব্যতিরেকে কাউকে শাস্তি দিই না'। (সূরা বনী ইসরাইল; ১৭ঃ১৫) ফতোয়ার সূত্রঃ শাইখ বিন বায (রহঃ) এর ফতোয়া সংকলন, খণ্ড-১, পৃষ্ঠা-৪৫৬। (যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদের হুকুম - ইসলাম জিজ্ঞাসা ও জবাব (islamqa.info))
  • রাসূল (ছাঃ) বলেন, কিয়ামতের দিন চার ব্যক্তি ঝগড়া করবে। (১) বধির (الأصم) (২) বোকা (الأحمق) (৩) অতিবৃদ্ধ (الهرم) এবং (৪) যে ইসলামের দাওয়াত পায়নি (من ماة في الفةرة)। বধির বলবে, হে আমার প্রতিপালক! ইসলাম এসেছে অথচ আমি কিছুই শুনতে পাইনি। বোকা বলবে, ইসলাম আগমন করেছে। অথচ শিশুরা আমার দিকে পশুর বিষ্ঠা নিক্ষেপ করেছে। অতিবৃদ্ধ বলবে, ইসলাম আগমন করেছে। অথচ আমি কিছুই বুঝতে সক্ষম হইনি। আর ইসলামের দাওয়াত না পাওয়া ব্যক্তি বলবে, হে আল্লাহ! তোমার কোন দাওয়াতদাতা আমার নিকট আসেনি। অতঃপর আল্লাহ তা‘আলা তাদের নিকট হ’তে আনুগত্যের শপথ নিবেন। এরপর তাদের নিকট একজন দূত প্রেরণ করবেন এই মর্মে যে, তোমরা আগুনে প্রবেশ কর। রাসূল (ছাঃ) বলেন, যার হাতে আমার জীবন নিহিত, তার কসম করে বলছি, যে ব্যক্তি তাতে প্রবেশ করবে, আগুন তার উপর ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি প্রবেশ করবে না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে (ত্বাবারাণী, সিলসিলা ছহীহাহ হা/১৪৩৪)
Back to top button