কুরআনে মহাবিশ্ব সম্প্রসারিত হওয়া বিষয়ে কি বলা হয়েছে?

Questions & AnswerCategory: ইসলামকুরআনে মহাবিশ্ব সম্প্রসারিত হওয়া বিষয়ে কি বলা হয়েছে?
Mehedi Hasan Sihab asked 2 months ago
আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী, মুজিবুর রহমান And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander. এখানে مُوۡسِعُوۡنَ শব্দ ব্যবহার হয়েছে,  যার মানে সম্প্রসারণ কারী। এখানে তো বলা হয়নি যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে  প্রতিনিয়ত। সম্প্রসারণ কারী এখানে তো গুনবাচক নাম। আপনি যদি এখানে বলতেন কিভাবে مُوۡسِعُوۡنَ শব্দ দিয়ে সম্প্রসারিত হচ্ছে Continuously  বুঝানো হয়?
1 Answers
Sazzatul Mowla ShantoSazzatul Mowla Shanto Staff answered 2 months ago
ওয়া আলাইকুমুস সালাম।
  • لَمُوسِعُونَ শব্দের অর্থ সম্প্রসারণকারী। ইংরেজিতে Expanders.  https://www.almaany.com/quran/51/47/5/
  • সম্প্রসারণকারী দিয়ে কখনোই এটা বুঝানো হয় না যে, অতীতে করে ফেলা হয়েছে আর এখন করা হচ্ছে না। সম্প্রসারণকারী বলতে এমন কাউকে বোঝানো হয়, যিনি সম্প্রসারণ ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন। তাই মহাবিশ্ব যদি আল্লাহ তা'আলা প্রতিনিয়ত সম্প্রসারণ করেন তাও তিনি সম্প্রসারণকারীই হবেন।
  • সম্প্রসারণ কারী এখানে তো গুনবাচক নাম। কিন্তু গুণবাচক হলে সেটা অতীতকাল বুঝাবে এমন কিছু নয়। যেমন, ইলন মাস্ক; তিনি স্পেসএক্স এবং টেসলার সম্প্রসারণকারী। এর মানে কি তিনি এখন আর স্পেসএক্স এবং টেসলাকে সম্প্রসারণ করছেন না? অবশ্যই এমন কিছু না।
  • مُوۡسِعُوۡنَ শব্দটি وَسَّعَ ধাতু (root verb: وَسَعَ) থেকে এসেছে। এটি এমন একজন সত্তার গুণ প্রকাশ করে, যিনি সম্প্রসারণকারী। এটি গুণবাচক হলেও, এর ক্রিয়া চলমান থাকা বা বারবার হওয়া বোঝাতে পারে।
Back to top button