
মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান কাকে বলে?
মনোবিজ্ঞান
মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান কাকে বলে?
মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। এটি গ্রিক শব্দ সাইকি’ (Psyche) এবং ‘লোগোস’ (Logos) এর সমম্বয়ে গঠিত। ‘সাইকি’ অর্থ মন বা আত্মা এবং ‘লোগোস’ অর্থ বিজ্ঞান। তাই মনোবিজ্ঞান বা সাইকোলজি হলো মূলত আত্মা বা মনের বিজ্ঞান।অর্থাৎ, মনোবিজ্ঞান হলো মানসিক পক্রিয়া, মনোবৃত্তি, মনঃস্বাস্থ্য এবং তা নিয়ে অনুসন্ধানের বিজ্ঞান। এটি বিজ্ঞানের একটি তাত্ত্বিক ও ফলিত শাখা যাতে মানসিক কর্মপ্রক্রিয়া ও আচরণসমূহ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয়। বিভিন্ন বিজ্ঞানী মনোবিজ্ঞানকে ‘মানুষ এবং প্রাণীর আচরণের বিজ্ঞান’ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আবার অনেক বিজ্ঞানী একে সংজ্ঞায়িত করেছেন ‘আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান’ হিসেবে।
Cambridge Dictionary অনুযায়ী,
মানুষের মন যেভাবে কাজ করে এবং কীভাবে এটি আচরণকে প্রভাবিত করে, বা তাদের আচরণের উপর কোনো বিশেষ ব্যক্তির চরিত্রের প্রভাবের বৈজ্ঞানিক অধ্যয়ন।[1] https://dictionary.cambridge.org/dictionary/english/psychology
১৯১৩ সালে আমেরিকান মনোবিজ্ঞানী ওয়াটসন মনোবিজ্ঞানের একটি নতুন সংজ্ঞা প্রদান করেন। তার মতে মনো বিজ্ঞান হলো,
প্রাকৃতিক বিজ্ঞানের একটি পরীক্ষণমূলক শাখা যার উদ্দেশ্য হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কে গবেষণা করা, আচরণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা এবং নিয়ন্ত্রণ করা।
মনোবিজ্ঞানের শাখাগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়ঃ ১) মৌলিক ও ২) ফলিত
১) মৌলিক মনোবিজ্ঞানঃ এই শাখার উদ্দেশ্য হল মানুষের আচরনের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে আচরনের মূলনীতি ও তত্ত্ব আবিষ্কার।
২) ফলিত মনোবিজ্ঞানঃ মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতির প্রয়োগ ঘটানো।
Faith and Theology – Faith and Theology (faith-and-theology.com)
References
মনোবিজ্ঞান হলো আমার মতে , আমি যা চিন্তা বা চেতনা যাহা আমার মনের মধ্যে লালন করি তাই মনোবিজ্ঞান