আস্তিকতা এবং নাস্তিকতা একই সাথে কি যৌক্তিক হতে পারে?
আস্তিকতা এবং নাস্তিকতা একই সাথে কি যৌক্তিক হতে পারে ?
দুটি বিপরীতমুখী জিনিস কি একই সাথে একই সময় যৌক্তিক এবং অযৌক্তি হতে পারে ? অবশ্যই না।
ধরুন আপনার সামনে দুটো ওয়ার্ল্ডভিউ রাখা আছে। T হচ্ছে একটা ওয়ার্ল্ড ভিউ। এবং A হচ্ছে আরেকটি ওয়ার্ল্ডভিউ। T=Theism, A= Atheism. T & A = আস্তিকতা এবং নাস্তিকতা
তো আপনি যখন T ওয়ার্ল্ডভিউকে যৌক্তিক বলে দাবি করবেন তখন A ওয়ার্ল্ডভিউ এমনিতেই অযৌক্তি হয়ে যাবে।
আবার যখন একই সময়ে আপনি A ওয়ার্ল্ডভিউ কে যৌক্তিক বলে দাবি করবেন তখন দেখা যাচ্ছে, A ওয়ার্ল্ডভিউ যৌক্তিক এবং T ওয়ার্ল্ডভিউ অযৌক্তিক হয়ে যাচ্ছে।
তাহলে একই সময়ে T ওয়ার্ল্ডভিউ যৌক্তিক এবং অযৌক্তিক হয়ে যাচ্ছে, এবং A ওয়ার্ল্ডভিউও যৌক্তিক এবং অযৌক্তি হয়ে যাচ্ছে। কিন্তু এটা কখনোই পসিবল না। একজন মানুষ কখনোই একই সাথে ব্যাচেলর এবং বিবাহিত হতে পারেনা। কারণ তা বৈপরীত্য ধারণ করে। ঠিক তেমনি, T ওয়ার্ল্ডভিউ বা A ওয়ার্ল্ডভিউ একই সাথে যৌক্তিক এবং অযৌক্তিক হতে পারেনা।
কারণ, T এবং A কে একই সাথে একই সময়ে যৌক্তিক হতে হলে তা, “ ল অফ লজিকের ” তৃতীয় সূত্র “ল অফ নন-কন্ট্রিডিকশন বা প্রিন্সিপাল অফ নন-কন্ট্রিডিকশন [1]law of non-contradiction কে ভায়োলেট করে। যার ফলে এটা কখনোই সম্ভব নয় যে একই সময়ে একই সাথে কোনো একটা দৃষ্টিভঙ্গি যৌক্তিক বা অযৌক্তিক হতে পারে।
প্রিন্সিফাল অফ নন-কন্ট্রিডিকশন
প্রিন্সিফাল অফ নন কন্ট্রিডিকশন বলতে বুঝায়, পারস্পরিক দণ্ডমূলক কোনো কিছুর অস্তিত্ব সম্ভব নয়।
যেমন, P = যৌক্তিক।
P = অযৌক্তি।
এখন P একই সাথে যৌক্তিক এবং অযৌক্তিক এ অবস্থান করছে। যেটা কিনা লজিক্যালি কখনোই সম্ভব না। এটাকেই বলে প্রিন্সিফাল অফ নন-কন্ট্রিডিকশন।
সুতরাং আমার আর্গুমেন্ট হচ্ছে।
প্রেমিস-১ঃ যা কিছু প্রিন্সিফাল অফ নন-কন্ট্রিডিকশনকে ভায়োলেট করে তার অস্তিত্ব থাকা সম্ভব নয়।
প্রেমিস -২ঃ আস্তিকতা এবং নাস্তিকতা দুটোই একই সময়ে একই সাথে যৌক্তিক হলে তা প্রিন্সিফাল অফ নন-কন্ট্রিডিকশনকে ভায়োলেট করে।
কনক্লুশনঃ আস্তিকতা এবং নাস্তিকতা দুটোই একই সময়ে একই সাথে যৌক্তিক হতে পারেনা।
এছাড়াও কোনো জিনিস যদি বৈপরীত্য ধারণ করে তাহলে তা “ ল অফ লজিকের ” প্রথম সূত্র “ ল অফ আইডেন্টিটি ” [2]law of identity কেও ভায়োলেট করে।
ল অফ আইডেন্টিটি
“ ল অফ লজিকের ” প্রথম সূত্র “ ল অফ আইডেন্টিটি” অনুযায়ী যে কোনো জিনিস একই সাথে একই সময়ে একটি মাত্র অবস্থানে থাকতে পারে।
যেমন, “তুষার”(snow) কখনো “মেঘ” (cloud) হতে পারেনা।
অথবা, x= x হবে। কখনোই x= y হবেনা। অর্থাৎ কোনো জিনিস একই সাথে বৈপরীত্য ধারণ করতে পারেনা।
ঠিক তেমনি, আস্তিকতা হয় যৌক্তিক হবে নাহয় অযৌক্তিক হবে। নাস্তিকতাও হয় যৌক্তিক হবে অথবা অযৌক্তিক হবে। একই সময়ে, একই সাথে দুটো যৌক্তিক হতে পারেনা বা অযৌক্তিকও হতে পারেনা। কেননা একই সময়ে এবং একই সাথে যৌক্তিক আবার অযৌক্তিক হলে তা ল অফ আইডেন্টিটিকে ভায়োলেট করে। সুতরাং এটি কখনোই পসিবল না।
সুতরাং আমার আর্গুমেন্ট হচ্ছে,
প্রেমিস-১ঃ যা কিছু ল অফ আইডেন্টিকে ভায়োলেট করে তার অস্তিত্ব থাকা সম্ভব নয়।
প্রেমিস -২ঃ আস্তিকতা এবং নাস্তিকতা দুটোই একই সময়ে একই সাথে যৌক্তিক হলে তা ল অফ আইডেন্টিটিকে ভায়োলেট করে।
কনক্লুশনঃ আস্তিকতা এবং নাস্তিকতা দুটোই একই সময়ে একই সাথে যৌক্তিক হতে পারেনা।
References
↑1 | law of non-contradiction |
---|---|
↑2 | law of identity |