নিস্ক্রিয় অঙ্গ
বিবর্তনবাদ
স্ট্যান্ডার্ড সংজ্ঞা অনুযায়ী বিবর্তন এর ধারাবাহিকতায় যদি কোনো প্রাণীর একটি সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা লোপ পায়, তবে ওই অঙ্গকে নিষ্কিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলে। অথবা কোন জীবের যে সমস্ত অঙ্গ পূর্ব পুরুষের দেহে সক্রিয় ছিল কিন্ত পরবর্তী বংশধরে এই অঙ্গগুলো অকার্যকর হয়ে গেছে তাকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। কিন্তু এই সংজ্ঞাটি সমস্যাজনক। কেননা ইতোমধ্যে এসব অঙ্গের কাজ( Function) আবিস্কৃত হয়েছে। এবং ১৮০ টি নিস্ক্রিয় অঙ্গের তালিকাটি ১৮৯০ সাল থেকে নিয়ে ১৯৯৯ সাল পর্যন্ত এসে শুন্যের কোটায় এসে দারিয়েছে। (জেরি বার্গম্যান ২০০২)
কক্সিক্সঃ ( Coccyx)
যখন কোনও বিজ্ঞানী ডারউইন বিবর্তনকে কেন্দ্র করে না নেন, তখন কী ঘটে? ডঃ মেন্টন ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে সেল বায়োলজিতে পিএইচডি করেছেন। আমেরিকান একাডেমি ডার্মাটোলজি থেকে বেসিক গবেষণার জন্য সিলভার অ্যাওয়ার্ড অর্জনকারী মেডিকেল স্কুলের অধ্যাপক তাঁর দীর্ঘ এবং সুনির্দিষ্ট ক্যারিয়ার রয়েছে। ১৯৯১, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬ এবং ১৯৯৭ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে তাকে ‘বিশিষ্ট সার্ভিস টিচিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছিল। ১৯৭৯ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে মেন্টনকে “বছরের সেরা শিক্ষক” নির্বাচিত করা হয় এবং একই প্রতিষ্ঠান কর্তৃক তিনি “বছরের সেরা প্রফেসর” নির্বাচিত হয়েছিলেন। যারা ডারউইনীয় বিবর্তনকে বিজ্ঞানের সত্য বলে বিশ্বাস করার জন্য অন্যদের ব্রেইন ওয়াশ করে এবং বিপথে চালিত করার চেষ্টা করেন ড. মেন্টন তাদের জন্য পথের কাটার মতো ছিলেন। কেন একজন মেডিকেল অধ্যাপক বিবর্তনবিশ্বাসী সংশয়বাদীদের জন্য পথের কাটা হয়ে উঠলেন? উত্তরটা সহজঃ বিবর্তনবাদী সংস্থাগুলো যা প্রকাশ করবে না, লুকিয়ে রাখা তথ্য সমুহ,, তিনি সাহসিকতার সাথে তার ছাত্রদের সে সত্যগুলো জানাতেন যারা তাতে আগ্রহী ছিলো। ডাঃ মেন্টন একটি ক্লিনিকাল কেস রিপোর্টের প্রতিবেদন করেছিলেন যা New England Journal of Medicine এ প্রকাশিত হয়েছিল, ডাঃ ফ্রেড লেডলির ” Evolution & Human Tail ” শিরোনামে। লেডলি তাঁর নিবন্ধে বেশ শক্তভাবে বলেছিলেন যে এই বৃদ্ধি ( লেজের মতো ঝোলানো ) মূলত একটি “মানব লেজ” ছিল, যদিও তিনি স্বীকার করেছিলেন যে এটির কার্যত কোনও লেজের নির্দিষ্ট জৈবিক বৈশিষ্ট্য ছিল না! (Menton 1994)। ডাঃ. মেন্টন ডারউইনিয়ান বিজ্ঞানীদের ভ্রান্ত বক্তব্যকে সংশোধন করেছেন যে মানব টেলবোন হ’ল একটি গবেষণামূলক কাঠামো এবং উল্লেখ করেছে যে “সমস্ত লেজগুলিতে হাড়গুলি থাকে যার কশেরুকা নিতম্বের দিকে প্রসারিত হয়। এছাড়াও, সমস্ত কক্সিক্সের সাথে তাদের মেরুদণ্ডের পেশী যুক্ত রয়েছে যা লেজের কিছুটা চলাচলে সাহায্য করে “(মেন্টন 1994)।
Coccyx bone anatomy ছবিসূত্রঃ হেলথ জেড
ডাঃ. মেন্টন উল্লেখ করেছেন যে “বেশিরভাগ আধুনিক জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকগুলি ভুল ধারণাটাই দেয়া হয় যে মানব কক্সিক্সের কোনও বাস্তব কার্যকারিতা নেই। শুধুমাত্রই বিবর্তনবাদকে প্রমাণ করাই এর কাজ যা বাস্তবিকই হঠকারিতা। বরং কক্সিক্সের ও অনেক গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে। নিতম্বের বেশ কয়েকটি পেশী কক্সিক্স কে হাড়ের রিংয়ের মতো বিন্যাস কে এঙ্কর এ রুপান্তর করে। পেলভিস একটি অর্ধগোলক পেশীবহুল তল গঠন করে যা Pelvic Diaphragm বলে। Pelvic Diaphragm এর সাথে সংযুক্ত বাকানো কক্সিক্সটি আমাদের পেটের ভেতরের অনেক অঙ্গাণু কে পায়ের মধ্যে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। মলদ্বারের মাধ্যমে আমাদের শরীর থেকে বর্জ্য অপসারণ নিয়ন্ত্রণে পেলভিক ডায়াফ্রামের কিছু পেশীও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। (১) টনসিলও প্রতীক্ষার কাজ করে। (Mucosa-associated lymphoid tissue) এরা মুখগলবিলে প্রহরী হিসেবে বসে থাকে। এই পথে জীবাণু ঢুকলে নিজে যুদ্ধ করে, পাশাপাশি দেহকে জীবাণুর বিরুদ্ধে প্রস্তুত হতে সাহায্য করে। (২) পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়। মেলাটোনিন সারকাডিয়ান রিদমে ভূমিকা রাখে, দেহের ভেতরের অঙ্গগুলোর মাঝে সমন্বয় বজায় রাখে। এ ছাড়াও এটি শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে মস্তিষ্ক ও অন্যান্য টিস্যুকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে; বুড়িয়ে যাওয়াকে মন্থর করে ইত্যাদি (৩)
রেফারেন্সঃ
1.Menton, David (1994). The human tail and other tales of evolution. Originally published in St. Louis MetroVoice, January 1994, Vol. 4, No. 1.
2. PL Dhingra & S Dhingra, Diseases of Ear, Nose and Throat & Head and Neck Surgery (Elsevier, 6th Edition) p. 257
3.Dr. Robert Sargis MD, PhD (2014), An Overview of the Pineal Gland: Maintaining Circadian Rhythym. EndocrineWeb