নারী বহুগামিতাঃ ভ্রুণের মৃত্যুঝুঁকি এবং পিতৃত্বের সংশয়

নারী বহুগামিতা; ভ্রুণের মৃত্যুঝুঁকি এবং পিতৃত্বের সংশয়

একাধিক বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং একাধিক অবৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বহুগামিতা শব্দটি প্রযোজ্য। একজন পুরুষ যখন একাধিক নারীকে বিয়ে করে, তা বুঝাতে সমাজবিজ্ঞানীগণ polygyny শব্দটি ব্যবহার করেন। একজন মহিলা যখন একাধিক পুরুষকে বিয়ে করে, তা বুঝাতে সমাজবিজ্ঞানীগণ polyandry শব্দটি ব্যবহার করেন। কিন্তু বাংলায় দুটো শব্দের জন্য আলাদা প্রতিশব্দ না থাকায় ঢালাওভাবে বহুবিবাহ বলা হয়। উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে শব্দ দুটির আলাদা প্রতিশব্দ করা হয়েছে যথাক্রমে বহুপত্নীকতা (বহুজায়া) এবং বহুনবতা (বহুশ্বর)। আজ আমরা কেবল নারীর বহুগামিতা অর্থাৎ polyandry নিয়ে কথা বলব। অবশ্যই বৈবাহিক বহুগামিতা নিয়ে।

এই বহুগামিতা (polyandry) আবার নানা ধরনের হয়ে থাকে। যেমন successional polyandry অনুযায়ী একজন নারী একাধিক পুরুষকে স্বামী হিসেবে পাবেন এবং পর্যায়ক্রমে একের পর এক স্বামীকে পাবেন। এখানে যদি প্রথম স্বামী অক্ষম হয় তবে দ্বিতীয় বা তৃতীয় জন এগিয়ে আসতে পারে। এই ক্যাটাগরি সমস্ত স্বামী সমান মর্যাদা এবং অধিকারের যোগ্য। প্রতিটি স্বামীই একটি একটি করে সন্তানের বাবা হতে পারবে যদিও পিতৃপরিচয় পাওয়া যাবে কিনা সন্দেহের বিষয় কেন সেটা একটু পর ব্যাখ্যা দিচ্ছি। polyandry র মধ্যে আরেকটি ক্যাটাগরি হলো associated polyandry. এই ক্যাটাগরি অনুযায়ী একজন নারী একাধিক পুরুষকে বিয়ে করতে পারে আবার ওই পুরুষ একাধিক নারীকে বিয়ে করতে পারে। এই অংশকে equal polygamy ও বলা হয়। অন্যদিকে Fraternal polyandry অনুযায়ী নারী এক বা একাধিক পুরুষকে বিয়ে করে যারা ভাই।

polyandry বা নারী বহুগামিতা বিশ্বে দূর্লভ। সার্ভে তে দেখা গিয়েছে নারী বহুগামিতা পাওয়া যায় প্রায় ১% এর থেকেও কম হিসেব অনুযায়ী ১২৩১ জনের মধ্যে মাত্র চারজন নারী বহুগামিতা অনুশীলন করে৷ [1]https://traditionsofconflict.com/blog/2018/3/27/the-dilemma-of-the-deserted-husband-and-why-polygyny-is-more-common-than-polyandry-across-cultures

Polyandry fails

Nancy E. Levine and Joan B. Silk নামে দুজন গবেষক Current Anthropology নামক জার্নালে তাদের প্রকাশিত ২৬ পৃষ্ঠার ঢাউস সাইজের রিসার্চ পেপারে দেখিয়েছেন কেন নারীর বহুগামিতা কোনো সেইন্স মেইক করেনা। polyandry নিয়ে সোশিওবায়লজিক্যাল, নৃতাত্ত্বিক এবং বিবর্তনীয় মনোবিজ্ঞানের আলোকে দেখিয়েছেন কিভাবে নারী বহুগামিতা ব্যর্থ হয়। এছাড়াও গবেষকেরা তিব্বত, নেপালের নৃ গোষ্ঠী Nyinba নামক polyandry সোসাইটিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন বহু স্বামীর মধ্যে যথাযথ ভ্রাতৃত্ববোধ, যোগ্যতা এগুলো ঠিক থাকেনা যার দলে polyandry marriage প্রায়শই অস্থিরতা দেখা দেয় এবং সংসার ভেঙ্গে পড়ে। আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নিতে পারেন। [2]Levine, N. E., & Silk, J. B. (1997). Why polyandry fails: sources of instability in polyandrous marriages. Current Anthropology, 38(3), 375-398. https://doi.org/10.1086/204624

সেক্স ড্রাইভ

তাছাড়াও সেক্স ড্রাইভ অনুযায়ী নারী পুরুষের তুলনায় কম এক্টিভ সেক্ষেত্রে এই দিক থেকেও polyandry অপ্রয়োজনীয়। আমেরিকান নিউরোসাইন্টিস্ট Dr. Louenn Brizendine তার বই “The Femail Brain” ও বলেন, মানুষের সেক্সুয়াল ডিজায়ার নির্ভর করে ‘টেস্টোস্টেরণ’ হরমোনের উপর যা এক ধরণের ‘অ্যান্ড্রোজেন। পুরুষদের এই হরমোন তৈরীর আলাদা অঙ্গই আছে যা হল টেষ্টিস বা অন্ডকোষ। কিন্তু নারীদের ক্ষেত্রে টেস্টোস্টেরণ তৈরী হওয়ার কোন অঙ্গ নেই । যতটুকু যৌন তাড়না নারীদের আছে তা তাদের এড্রেনাল কর্টেক্স এর জোনা ফ্যাসিকুলাটা থেকে নি:সৃত এন্ড্রোজেন এর কারণে। এজন্য নারীদের যৌন চাহিদা পুরুষের তুলনায় অনেক কম। [3]Brizendine, L. (2006). The female brain. Broadway Books. Page: 89

❝ Sexual thoughts float through a man’s brain many times each day on average, and through a woman’s only once a day. Perhaps three to four times on her hottest days.❞

অর্থাৎ একজন সেক্সুয়ালি একটিভ নারীর দিনে সর্বচ্চো যতো বার যৌন তাড়না জাগ্রত হতে পারে তারচাইতে একজন পুরুষ যে সেক্সুয়ালী সবচেয়ে লেস একটিভ তারও দিনে অনেক বেশীবার যৌন চিন্তা জাগ্রত হতে পারে। [4]Brizendine, L. (2006). The female brain. Broadway Books. Page: 5

 

তাছাড়াও মাল্টি টাস্কিং একজন মেয়েকে সেক্স্যুয়ালী একটিভ হতে বাধা দেয়। [5]Brizendine, L. (2006). The female brain. Broadway Books. page: 82

এছাড়াও polyandry নিয়ে সবচেয়ে প্রচলিত যে সমস্যাটি দেখা দেয় তা হলো পিতৃ পরিচয়। যদি একজন নারী একাধিক পুরুষের সাথে ইন্টারকোর্স করে তবে অবশ্যই একাধিক পুরুষের স্পার্ম রিডিউস হবে সেক্ষেত্রে আসল পিতা নির্ণয় কিভাবে হবে? অনেকে বলে থাকে নি:সৃত স্পার্মের সকল শুক্রাণু তো আর নিষিক্ত হবে না, কেবল একটি শুক্রাণুই নিষিক্ত হবে সেক্ষেত্রে একাধিক পুরুষের মধ্যে সবার ডিএনএ র সাথে বাচ্চার ডিএনএ মিলিয়ে দেখলেই হয়ে যাবে আসলেই কি তাই? কোনো রুচিসম্মত মানুষ কি আসলেই তা করবে? এটি কি অপমানজনক নয় একজন পুরুষের জন্য? অবশ্যই তাই। পুরুষের নারী কে শেয়ার করা না করার বিষয়টার মনস্তত্ত্ব (ইরোটিকাইজেশন) নিয়ে পরে আলোচনা করা যাবে। আপাতত পিতৃ পরিচয় নিয়ে আলোচনা করা যাক।

পলিস্পার্মি, ভ্রুণের মৃত্যু এবং মিক্সড প্যাটার্নিটি

কেবল একটি শুক্রাণু নিষিক্ত হয়েই যে জাইগোট তৈরি হয় এমন কিন্তু নয়, একাধিক শুক্রাণুর মাধ্যমেও জাইগোট তৈরি হতে পারে একে পলিস্পার্মি বলা হয়। পলিস্পার্মি বলতে এমন কোনো ডিম্বাণুকে বোঝানো হয় যা একাধিক শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়েছে। ডিপ্লয়েড জীবের ক্রোমোজোমে সাধারণত দুটি অনুলিপি থাকে যার একটি আসে পিতা থেকে, অপরটি আসে মাতা থেকে। অন্যদিকে পলিস্পার্মি সংঘটিত কোষে দুইয়ের অধিক ক্রোমোজোমের অনুলিপি বিদ্যমান। এক্ষেত্রে একটি অনুলিপি ডিম্বাণু থেকে আসে এবং অবশিষ্টগুলো আসে একাধিক শুক্রাণু হতে। নতুন গবেষণায় দেখা গেছে একাধিক স্পার্ম নিষিক্ত ঘটিয়ে নরমাল ভাবেই জাইগোট তৈরি করতে পারে। [6]https://doi.org/10.1098/rspb.2015.1682 যাইহোক পূর্বের গবেষণাসমূহ অন্যান্য প্রানীর মধ্যে দেখা গেলেও এটা প্রমাণিত যে মানুষের মধ্যেও এই পলিস্পার্মি ঘটে থাকে। [7]https://pubmed.ncbi.nlm.nih.gov/12811738/#:~:text=Recently%2C%20it%20was%20found%20that,vivo%20or%20in%20vitro%20environment

গবেষণায় দেখা গেছে ১০% স্বতঃস্ফূর্ত এবোর্শন ( ভ্রুণ স্বাধীনভাবে বেড়ে ওঠার আগেই ভ্রুণ মরে যায়) ঘটে থাকে কেবল পলিস্পার্মির কারণে [8]Cheeseman, L., Boulanger, J., Bond, L. et al. Two pathways regulate cortical granule translocation to prevent polyspermy in mouse oocytes. Nat Commun 7, 13726 (2016). … Continue reading

অর্থাৎ একাধিক সঙ্গমে একাধিক ভিন্ন স্পার্ম এর ফলে ভ্রুণ বিলুপ্ত হয়ে যেতে পারে। polyandry র এক্সিস্টেন্সিয়াল রিস্ক এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টর নিয়ে জানতে রয়্যাল সোসাইটির এই গবেষণাপত্রটি যথেষ্ট। [9]Holman, L., & Kokko, H. (2013). The consequences of polyandry for population viability, extinction risk and conservation. Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences, … Continue reading

এতো রিস্ক ফ্যাক্টর থাকার পরেও পলিস্পার্মির কারণে এমন টুইন ও পাওয়া গেছে যাদের মধ্যে মায়ের ডিএনএ শতভাগ এক কিন্তু বাবার ডিএনএ দুজনের মধ্যেই অর্ধেক৷ সবাই বাকি অর্ধেক ডিএনএ অন্য কোনো পুরুষের (who knows) এদেরকে বলা হয় সেমি আইডেন্টিক্যাল টুইন। [10]Gabbett, M. T., Laporte, J., Sekar, R., Nandini, A., McGrath, P., Sapkota, Y., … & Fisk, N. M. (2019). Molecular support for heterogenesis resulting in sesquizygotic twinning. New England … Continue reading

polyandry র ফলে এমন সেমি আইডেন্টিক্যাল টুইন জন্ম নিলেও এদের সম্পর্কে তেমন জানা যায়না কারণ polyandry বেশি প্রচলিত কিছু Ethnic group এ এবং সেখানকার ডেইটা উপর কেউ গবেষণা করেনা বললেই চলে। কেননা মানুষের মধ্যে পলিস্পার্মি নিয়ে এখনো তেমন গবেষণা হয়নি বললেই চলে। [11]Xia, P. Biology of Polyspermy in IVF and its Clinical Indication. Curr Obstet Gynecol Rep 2, 226–231 (2013). https://doi.org/10.1007/s13669-013-0059-2

সেক্ষেত্রে যদি polyandry বাড়তে থাকে তবে পলিস্পার্মির ঘটনা বাড়বে এবং ভ্রুণের মৃত্যু ঝুকিও বেড়ে যাবে। অপরদিকে যদি পলিস্পার্মির মাধ্যমে সেমি আইডেন্টিক্যাল টুইন জন্মও নেয় তবে ডিএনএ টেস্ট এর মাধ্যমে “কে আসল বাবা” এটি নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। উল্লেখ্য যে polyandry র ফলেই মিক্সড প্যাটার্নিটি বা পলিস্পার্মি ঘটে থাকে।সামগ্রিকভাবে নারীর বহুগামিতার নৃতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক বা পরিবেশগত কোনো সুবিধা নেই বরং জীবন বিলুপ্তির মতো উচ্চঝুকি রয়েছে। অপরদিকে পিতার পরিচয় নির্ধারণ এখানে অন্যতম বাধা যার সমাধান নেই। সার্বজনীনভাবে নারীর বহুগামিতা অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়, ঝুকিপূর্ণ বলে প্রমাণিত হয়।

Home – Faith and Theology (faith-and-theology.com)

References

References
1 https://traditionsofconflict.com/blog/2018/3/27/the-dilemma-of-the-deserted-husband-and-why-polygyny-is-more-common-than-polyandry-across-cultures
2 Levine, N. E., & Silk, J. B. (1997). Why polyandry fails: sources of instability in polyandrous marriages. Current Anthropology, 38(3), 375-398. https://doi.org/10.1086/204624
3 Brizendine, L. (2006). The female brain. Broadway Books. Page: 89
4 Brizendine, L. (2006). The female brain. Broadway Books. Page: 5
5 Brizendine, L. (2006). The female brain. Broadway Books. page: 82
6 https://doi.org/10.1098/rspb.2015.1682
7 https://pubmed.ncbi.nlm.nih.gov/12811738/#:~:text=Recently%2C%20it%20was%20found%20that,vivo%20or%20in%20vitro%20environment
8 Cheeseman, L., Boulanger, J., Bond, L. et al. Two pathways regulate cortical granule translocation to prevent polyspermy in mouse oocytes. Nat Commun 7, 13726 (2016). https://doi.org/10.1038/ncomms13726
9 Holman, L., & Kokko, H. (2013). The consequences of polyandry for population viability, extinction risk and conservation. Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences, 368(1613), 20120053.https://doi.org/10.1098/rstb.2012.0053
10 Gabbett, M. T., Laporte, J., Sekar, R., Nandini, A., McGrath, P., Sapkota, Y., … & Fisk, N. M. (2019). Molecular support for heterogenesis resulting in sesquizygotic twinning. New England Journal of Medicine, 380(9), 842-849.Doi: 10.1056/NEJMoa1701313
11 Xia, P. Biology of Polyspermy in IVF and its Clinical Indication. Curr Obstet Gynecol Rep 2, 226–231 (2013). https://doi.org/10.1007/s13669-013-0059-2

Asief Mehedi

Assalamualaikum to all.My name is Asief Mehedi . I am an informal philosophy student. Let's talk about comparative theology, we work to suppress atheism. Help us to suppress atheism and come forward to establish peace.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button