জেনেটিক ড্রিফট
বিবর্তনবাদ
জেনেটিক ড্রিফট
কোনো পপুলেশনে কোনো উদ্দেশ্য ছাড়াই একেবারে র্যান্ডমলি হঠাৎ করে পপুলেশনের মধ্যে এলিল ফ্রিকোয়েন্সির কমে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়াকে জেনেটিক ড্রিফট বলা হয়। জেনেটিক ড্রিফ্টের কারণে জিনের ভিন্নতা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে পারে এবং এর ফলে জেনেটিক বৈচিত্র্য হ্রাস পেতে পারে । (১)
স্যাম্পল এরর এবং বিবর্তনঃ
ধরুন কোনো জারে ২০ টি লাল এবং ২০ টি সবুজ মার্বেল আছে। মার্বেল গুলোকে একটি পপুলেশন হিসেবে বিবেচনা করুন। এবার র্যান্ডমলি না দেখে জার থেকে ৫ টি মার্বেল তুলে নিন। এভাবে পরপর ৪ বার ৫ টি করে মোট ২০ টি মার্বেল র্যান্ডমলি তুলে নিন। পরবর্তীতে মার্বেল ভর্তি জারে যে পরিবর্তন আসবে তাই জেনেটিক ড্রিফট।
বাস্তবসম্মত উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যাক। ধরুন সাদা রঙের ৫ টি বিটল আছে (RR) ধূসর রঙের বিটল আছে (Rr) ১০ টি এবং কালো রঙের বিটল আছে (rr) ৫ টি। বিটলের পপুলেশন এ মোট বিটল আছে ২০ টি। রঙের ক্ষেত্রে সাদা রঙের ডমিনেন্ট ধরলাম R কে এবং রিসেসিভ ধরলাম r কে। যাইহোক, একদিন কি হলো, কোনো এক লোক বিটলের ওই পপুলেশনের উপর পা মাড়িয়ে চলে গেল ফলে র্যান্ডমলি ৫ টা সাদা রঙের বিটল মারা পড়ল। ফলাফল RR ছিলো যে ৫ টা সেই ৫ টা সাদা বিটল ই মারা পড়লো। অর্থাৎ পরবর্তীতে প্রজন্মে RR এলিল সমৃদ্ধ বিটল আসার সম্ভাবনা একেবারেই কমে গেল। সুতরাং হতেই পারে যে কয়েক প্রজন্ম পরে আর RR জিনোটাইপ এর বিটল পাওয়া যাবে না। ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখেছি সিলেকশন হয় অনূকূল পরিবেশের জন্য। কিন্তু জেনেটিক ড্রিফট এর ক্ষেত্রে এমন কিছু নেই। র্যান্ডমলি ড্রিফট হওয়ায় এর অনূকূল প্রতিকুল দু ধরনেরই হতে পারে।
জেনেটিক ড্রিফট এর প্রভাব-
১. জেনেটিক ড্রিফট জনসংখ্যার জিনগত পরিবর্তনকে হ্রাস করে।
২. জেনেটিক ড্রিফট দ্রুত কাজ করে এবং ছোট জনসংখ্যার ক্ষেত্রে আরও বেশি ফলাফল দেয়। এই প্রভাব বিরল এবং বিপন্ন প্রজাতির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
৩.জেনেটিক ড্রিফট প্রজাতির জন্য অবদান রাখতে পারে। উদাহরণস্বরূপ, একটি ছোট বিচ্ছিন্ন পপুলেশন জেনেটিক ড্রিফটের মাধ্যমে বৃহত্তর জনসংখ্যা থেকে বিচ্ছিন্ন হতে পারে।
রেফারেন্সঃ
1.https://academic.oup.com/genetics/article/194/1/235/6065395?login=false
One Comment